Naya Diganta

মোখার সর্বোচ্চ গতি ২১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে

ঘূর্ণিঝড় মোখার সর্বোচ্চ গতি ২১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে।

রোববার সকাল ৯টা থেকে বেলা ৩টার মধ্যে এটি আরো উত্তর-উত্তর–পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।

চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে।

সূত্র : বিবিসি