Naya Diganta

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, নিহত ২১

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, নিহত ২১

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ এই হামলায় নিহতের সংখ্যা ২১-এ পৌঁছেছে। ইসরাইল দাবি করেছে, ফিলিস্তিনি গ্রুপগুলোর রকেট নিক্ষেপের জবাবে তারা এই হামলা চালাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার সাতজন নিহত হয়। এর আগে মঙ্গলবা নিহত হয় ১৫ জন।

পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইন জানিয়েছে, বুধবার নিহতদের মধ্যে তাদের চার যোদ্ধা রয়েছে।
এছাড়া লায়ান মধুক নামের এক ১০ বছরের ফিলিস্তিনি বালিকাও নিহত হয়েছে। গাজা সিটিতে তার বাড়িতে বিস্ফোরণ ঘটলে সে নিহত হয়।

আল জাজিরার ইয়ামনা আল সাইয়েদ গাজা সিটি থেকে জানান, প্রবল উত্তেজনা বিরাজ করছে। দোকানপাট, স্কুল, সরকারি-বেসরকারি স্থাপনা- সবকিছুই বন্ধ রয়েছে। লোকজন খুব কমই ঘরের বাইরে যাচ্ছে।

গাজাভিত্তিক লেখক রানা শুবাইর বলেন, ইসরাইলি হামলায় সবাই অবাক হয়ে গেছে। সবাই ঘুমিয়ে ছিল। তখনই হঠাৎ করে বিস্ফোরণ ঘটে।

ইসরাইলি কর্মকর্তারা বলছেন, বুধবার গাজা থেকে চার শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। তারা জানায়, বেশির ভাগ রকেটই উন্মুক্ত এলাকায় ভূপাতিত করা হয়েছে। তবে এক তৃতীয়াংশ ভুলপথে গিয়ে গাজার ভেতরেই পতিত হয়েছে।

সূত্র : আল জাজিরা