Naya Diganta

সৌদির প্রথম নারী নভোচারী মহাকাশে পাড়ি জমাবেন ২১ মে

সৌদির প্রথম নারী নভোচারী মহাকাশে পাড়ি জমাবেন ২১ মে

সৌদি আরবের প্রথম নারী মহাকাশচারী ২১ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাত্রা করবেন বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

রোববার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নাসা জানিয়েছে, সৌদি আরবের নারী মহাকাশচারী রায়ানা বারনাওয়ির সাথে স্পেস মিশনের অংশ হবেন পুরুষ মহাকাশচারী আলী আলকার্নি ও একজন স্তন ক্যান্সার গবেষক রায়ানাহ বার্না। ২১ মে বিকেল ৫টা ৩৭ মিনিটের দিকে এ যাত্রা শুরু হবে।

উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ২০১৯ সালে মহাকাশ অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত। ওই বছর দেশটির একজন নভোচারী মহাকাশে যান। দেশটির নভোচারী হাজ্জা আল-মানসৌরি আট দিন আইএসএসে অবস্থান করেন। পরবর্তী সময়ে মহাকাশে যান আমিরাতের নভোচারী সুলতান আল-নিয়াদি। তিনি প্রথম আরব নভোচারী হিসেবে টানা ছয় মাস মহাকাশে অবস্থান করেন।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সামাজিক রক্ষণশীলতা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে সৌদি আরব। এর অংশ হিসেবে দেশটিতে নারীদের গাড়ি চালানো, পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণসহ বিভিন্ন অধিকার দেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় এবার মহাকাশে যাচ্ছেন সৌদি নারী।
সূত্র : আনাদোলু এজেন্সি