Naya Diganta

যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস নগরীর এক ব্যস্ত শপিং মলে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৬ মে) ওই শপিংমলের বাইরে বন্দুক হামলা ও হতাহতের এই ঘটনা ঘটে। অভিযুক্ত বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর ওই মলটি থেকে কয়েক শ’ লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। হামলাকারী ওই একজনই ছিল বলে মনে করছে স্থানীয় পুলিশ।

অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারী একাই এ হামলা চালায় বলে মনে করা হচ্ছে। টেক্সাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলের বাইরে গুলি চালানো শুরু করার পর একজন পুলিশ অফিসার তাকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই ঘটনাকে 'অবর্ণনীয় ট্রাজেডি' হিসেবে অভিহিত করেন। টেক্সাসের এই এলাকায় প্রায় এক লাখ লোকের বাস।
সূত্র : আল-জাজিরা ও রয়টার্স