Naya Diganta

ভূমিকম্পে কাঁপল ঢাকা

ভূমিকম্পে কাঁপল ঢাকা

ঢাকা ও আশপাশের এলাকায় আজ শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রবল কম্পনের খবর পাওয়া গেছে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ভোর ৫টা ৫৭ মিনিটে হয় এই ভূমিকম্প। তবে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। ভারতেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্যমতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে, ঢাকার খুব কাছে হওয়ায় তীব্র মাত্রার কম্পন অনুভূত হয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকার এত কাছে ভূমিকম্প হওয়ার খবর পাওয়া যায়নি।

মোবাইলফোনের অ্যান্ড্রয়েড আর্থকোয়্যাক সিস্টেমের তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।