Naya Diganta
আবু সাইদ কামাল

অন্ধকারের ফাঁদ

আবু সাইদ কামাল

পিছন থেকে নদী আসে এবং আসে চাঁদ
সামনে আমার ঘোর অরণ্য অন্ধকারের ফাঁদ।
বনের চেয়ে জলই ভালো চাঁদটা এলে সাথে,
জোছনা ঘেরা নৌকা থেকে স্বপ্ন দেখি রাতে।

স্বপ্নটাকে তখন যদি রাতের নৌকা বলি,
দ্বিধায় ভাবি, পড়ছি বুঝি বিভ্রমে কেবলি।
নৌকা আমার স্বপ্ন নাকি, স্বপ্ন আমি নিজে!
এলোমেলো মনে বলি, ভাবছি এসব কী যে?

সাধ্য হলে পঙক্তি লিখে ছড়াতাম সুরভি,
সনদ পেলে ভেবে নিতাম নিজে আমি কবি।
পথ যেখানে থমকে দাঁড়ায় হঠাৎ নদীর ঘাটে,
পণ্য বোঝাই সাম্পান ভিড়ে খেয়া পাড়ের হাটে।