Naya Diganta
গিয়াস হায়দার

দিনে দিনে

গিয়াস হায়দার

দিনে দিনে দেহটাকে
ডাক দিয়ে যায় মাটি
চুল-দাড়িতে পাক ধরেছে
হতে পরিপাটি।

হাঁটুর ব্যথা কোমর ব্যথা
বাড়ছে দিনে দিনে
অনেক দামি ঔষধ পথ্য
খাচ্ছি কিনে কিনে।

জীবন তরী যায় ডুবে যায়
ঘনায় সন্ধ্যা বেলা
যখন তখন হতে পারে
আমার সাঙ্গ খেলা।

ও বিধাতা তোমার কাছে
আমি ক্ষমা চাই
কাল হাশরে আরশ নিচে
আমায় দিও ঠাঁই।