Naya Diganta
গোলাম সরোয়ার

উষ্ণতা অনুভব

গোলাম সরোয়ার

চৈত্রের প্রচণ্ড খরতাপের প্রহর পেরিয়ে
আকাশে জমে ওঠে,
একরাশ কালো অভিমানী মেঘ।
মুহূর্তেই কালবৈশাখী ঝড় ওঠে,
কাক্সিক্ষত জলের স্পর্শে-
হিম শীতল হয়ে ওঠে উত্তপ্ত পৃথিবী।

উষ্ণতা তবু থেকেই যায় এই হৃদয়জুড়ে !
কালবৈশাখী ঝড় কি আর পারে
হৃদয়ে শান্তির পরশ বুলিয়ে দিতে?
প্রেয়সির কোমল স্পর্শই কেবল পারে
চিরতরে নেভাতে, হৃদয়ের এ দহন....