Naya Diganta
তাহমিদ হাসান

খৈয়ামের খেরো খাতা

তাহমিদ হাসান

খৈয়াম, কেন যাও ঝর্ণার ধারে?
থাকো কার প্রতিক্ষায়?
ইয়াসমি, হারায়ে গেছে, তাহারে
আর পাবে নাকো হায়।
কেন ফিরে চাও সোনালি সময়,
আহা! সেই নিশাপুর?
যে পেয়ালা ভেঙে গেছে, একদিন
তাহা ছিল সুমধুর।

২.
কত দিনে মাস হয়, বছর
কত দিনে? বলো সাকি,
কোন্ নক্ষত্র কোথায় মরে গেছে,
তার খবর জানো কি?
কালের কারিগর কোথায় বসে
করেন তাঁহার কাজ?
দ্বীনের হিসাব রাখি নাই আমি,
আমার কী হবে আজ?