Naya Diganta
গাসিক নির্বাচন

আপিলেও মনোনয়নপত্রের বৈধতা পেলেন না জাহাঙ্গীর

গাসিক নির্বাচন
জাহাঙ্গীর আলম

আপিলেও মনোনয়নপত্রের বৈধতা পেলেন না গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) আপত্তির কারণে ঢাকা বিভাগীয় কমিশনারে আপিল করেও তিনি হেরে গেলেন।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে রিটার্নিং অফিসারের আদেশ বহাল রেখে আদেশ দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।

গত ৩০ এপ্রিল ঋণখেলাপির অভিযোগে সাবেক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

জাহাঙ্গীরের নামে সিআইবি রিপোর্টের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ ও আলোচিত ঋণ পুনঃ তফসিলের পরও মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রাখলেন বিভাগীয় কমিশনার।

এ আদেশে গাজীপুরে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। জাহাঙ্গীরের পক্ষ ও বিপক্ষ গ্রুপের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আলোচনায় সরগরম হয়ে উঠছে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। অপরদিকে জাহাঙ্গীর সমর্থকদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে।

বিভাগীয় কমিশনারের এ আদেশের বিরুদ্ধে জাহাঙ্গীর আলম উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছেন বলেও তার সমর্থকরা জানিয়েছেন।

বিভাগীয় কমিশনারের আদেশের পর এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি, আমার প্রতি অন্যায় করা হয়েছে। সিআইবি রিপোর্টের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ ও ঋণ পুনঃ তফসিলের পরও অন্যায়ভাবে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আমি উচ্চ আদালতে আপিল করব।’