Naya Diganta

‘আমার মেয়ে তার স্বামীকে প্রধানমন্ত্রী বানিয়েছে’, ঋষি সুনাকের শাশুড়ি

‘আমার মেয়ে তার স্বামীকে প্রধানমন্ত্রী বানিয়েছে’, ঋষি সুনাকের শাশুড়ি

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। কিন্তু এর পুরো কৃতিত্বই সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তির- এমনটাই দাবি করলেন সুধা মূর্তি। ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী সুধার দাবি, অক্ষতার সাহায্য না থাকলে রাজনীতির ময়দানে এত দ্রুত উন্নতি করতে পারতেন না সুনাক।
উল্লেখ্য, সক্রিয় রাজনীতিতে যোগ দেয়ার মাত্র সাত বছরের মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন সুনাক।

একটি অনুষ্ঠানে গিয়ে সুনাকের প্রধানমন্ত্রিত্ব নিয়ে মুখ খোলেন সুধা। তার বক্তৃতার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেখানে সুধা বলেছেন, 'আমার স্বামীকে সফল ব্যবসায়ী বানিয়েছি। আর আমার মেয়ে তার স্বামীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়েছে। আসলে স্বামীর সাফল্যের নেপথ্যে সবচেয়ে বেশি কৃতিত্ব থাকে তার স্ত্রীরই।'

সুধা আরো বলেন, 'একজন স্ত্রী তার স্বামীকে অনেক বদলে দিতে পারেন। তবে আমি আমার স্বামীকে বদলাতে পারিনি। কিন্তু ঋষিকে অনেক পালটে দিয়েছে অক্ষতা। স্বাস্থ্যকর খাদ্যাভাস থেকে শুরু করে ধর্মপালনের মতো নানা বিষয়ে ঋষিকে অনেক সাহায্য করেছে। মূর্তি পরিবারের নিয়ম মেনে প্রতি বৃহস্পতিবার উপোস করে আমাদের জামাই।'

২০০৯ সালে ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা অক্ষতার সাথে বিয়ে হয় ঋষি সুনাকের। যদিও ওই সময়ে রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক ছিল না। ২০১০ সালে ব্রিটেনে কনজারভেটিভ পার্টিতে যোগ দেন। মাত্র চার বছরের মধ্যেই রিচমন্ড কেন্দ্র থেকে নির্বাচিত হন। তারপর থেকেই ব্রিটিশ রাজনীতিতে তার দ্রুত উত্থান। ২০১৯ সালে দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিককে। দীর্ঘ ডামাডোলের পর অবশেষে ২০২২ সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী হন সুনাক। আধুনিক ব্রিটেনের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী তিনিই। অবশ্য, তার স্ত্রীর আর্থিক লেনদেন নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সুনাককে।
সূত্র : সংবাদ প্রতিদিন