Naya Diganta

ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার মিছিলে হেযবুত তাওহীদের হামলা, আহত ১২

ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার মিছিলে হেযবুত তাওহীদের হামলা, আহত ১২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেযবুত তাওহীদ ও ইত্তেফাকুল উলামার সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার বিকেল ৩টায় ওই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তজনা চলছে।

জানা যায়, বুধবার উপজেলার উচাখিলা বাজারে আলেম উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তফাকুল উলামার উচাখিলা শাখার পক্ষে হেজবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদ সভা শেষে পাট বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উচাখিলা-লক্ষিগঞ্জ সড়কে আসার পর পেছন থেকে মিছিলের ওপর হেযবুত তাওহীদেরর লোকজন আক্রমণ করে। এতে ইত্তেফাকুল উলামার ১২ জন সদস্য আহত হন। আহতদের মধ্যে মাওলানা আবু নাঈম (৩০), হাফেজ মাওলানা আসাদ উল্লাহ (৩০), হাফেজ মিজানুর রহমানকে (২৫) গুরুতর আহত অবস্থায় ময়মনিসংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের বিষয়টি ইত্তেফাকুল উলামা উচাখিলা ইউনিয়নের সভাপিত মাওলানা আব্দুস সাত্তার নিশ্চিত করেন।

ইত্তেফাকুল উলামা উচাখিলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান বলেন, দীর্ঘ দিন ধরে হেযবুত তওহীদের কিছু সদস্য ইসলামী শরীয়া রাষ্ট্রীয় আইনের প্রচলিত বিয়ে, নামাজ, রোজা, হজসহ ইসলামের নানান বিষয়ে মানুষকে ভুল বুঝিয়ে ইসলামবিরোধী কর্মকাণ্ড করে আসছে। এরই প্রতিবাদে ও সাধারণ মানুষকে সচেতন করতে ইত্তেফাকুল উলামা উচাখিলা শাখার পক্ষ থেকে বুধবার বিকেল ৩টায় উচাখিলা বাজারে শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ মিছিলে হেজবুত তাওহীদের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ১২-১৩ জনকে আহত করে। ২৪ ঘণ্টার মধ্যে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।

বিষয়টি নিয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, হেযবুত তওহীদ ও ইত্তেফাকুল উলামা সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।