Naya Diganta

গ্যাসের গন্ধের খবরে আতঙ্কিত না হতে জ্বালানি মন্ত্রণালয়ের আহ্বান

গ্যাসের গন্ধের খবরে আতঙ্কিত না হতে জ্বালানি মন্ত্রণালয়ের আহ্বান।

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ‘গ্যাসের গন্ধের’ খবরে আতঙ্কিত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মগবাজার, বাড্ডা, বাসাবো, ধানমন্ডি, হাজারীবাগসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা রাস্তায় গ্যাসের গন্ধের কথা জানিয়েছে।

এর আগে জ্বালানি মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজের এক পোস্টে বলা হয়, ঈদের সময় কারখানায় গ্যাস সরবরাহ না হওয়ায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় ‘ওভার-ফ্লো’ ও গন্ধের সৃষ্টি হয়েছে।

এতে আরো বলা হয় যে তিতাস গ্যাসের জরুরি ও কারিগরি টিম যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানে কাজ করছে।

তিতাস গ্যাসের হটলাইন- ১৬৪৯৬ উল্লেখ করে মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে বলা হয়, নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক ফেসবুক পোস্টে বলেছেন, বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধের খবর মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

তিতাস গ্যাস ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

সূত্র : ইউএনবি