Naya Diganta

ঈদের ছুটিতে বিভিন্ন এলাকায় ৭২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

ঈদের ছুটিতে বিভিন্ন এলাকায় ৭২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

দেশে বিদ্যমান গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে ঈদের ছুটি পালনের সময় নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ২৩ এপ্রিল (রোববার) দিবাগত রাত ১২টা থেকে ২৬ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী, এর মধ্যে রয়েছে জাপানিজ ইকোনমিক জোন, আড়াইহাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকা, রূপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুরাপাড়া, বরপা, তারাবো এবং পেরাবো, সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি। সামিট পাওয়ার আরইবি (মাধবদী) এবং সিটি সুগার ইন্ডাস্ট্রিজ।

এ সময় আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার ভোক্তারা। ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, জিনজিরা এবং ঢাকা শহরের দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহে নিম্নচাপ থাকবে বলে তিতাস গ্যাস সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
সূত্র : ইউএনবি