Naya Diganta

আল-আকসায় ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত

শুক্রবার গভীর রাতে অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদের প্রবেশপথে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে যে, একজন ফিলিস্তিনি ইসরাইলি পুলিশ সদস্যের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করেছিল। পুরাতন শহরের আল-আকসা মসজিদের প্রধান গেটগুলোর একটি- বাব আল-সিলসিলা (চেইন গেট) এই ঘটনা ঘটে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় ইসরাইলি বাহিনীর কোনো ক্ষতি হয়নি। অতিরিক্ত পুলিশ বাহিনী ওই এলাকায় পাঠানো হয়েছে। তবে বিবৃতিতে ফিলিস্তিনিদের অবস্থা এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ দিকে, ইসরাইলি বাহিনী বাব আল-কাত্তানিনে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে। এই গেট দিয়ে পশ্চিম দিক থেকে আল-আকসা মসজিদে প্রবেশ করা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি পুলিশ গেটে ফিলিস্তিনিদের মারধর করেছে।