Naya Diganta

রমজানের দ্বিতীয় জুমায় মসজিদুল আকসায় আড়াই লাখ মুসল্লি

রমজানের দ্বিতীয় জুমায় মসজিদুল আকসায় আড়াই লাখ মুসল্লি

পবিত্র রমজানের দ্বিতীয় জুমায় মুসলমানদের প্রথম কেবলাখ্যাত ফিলিস্তিনের মসজিদুল আকসায় অন্তত আড়াই লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন।

শুক্রবার অনুষ্ঠিত নামাজে ইসরাইলি দখলদার বাহিনীর অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে মুসল্লিরা মসজিদুল আকসায় আসেন।

আলকুদসের (জেরুসালেম) ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিলের প্রধান শায়খ আজ্জাম আল খতিব বলেন, রমজানের দ্বিতীয় জুমার নামাজে অংশ নিতে ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। আলকুদস ও অন্যান্য স্থান থেকে আগত প্রায় দুই লাখ ৫০ হাজার মুসল্লি জুমার নামাজ পড়েছেন।

তিনি আরো বলেন, ফিলিস্তিনি মুসলিমদের চলাচল গতিরোধ করতে আলকুদস শহরে ইসরাইলি সেনাবাহিনী মোতায়েন করা হয়। পবিত্র মসজিদে প্রবেশে পশ্চিম তীর ও গাজা এলাকার বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়।

এদিকে মসজিদুল আকসায় পশ্চিম তীরের বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে ইসরাইলি বাহিনী। নির্দেশনা অনুসারে সব বয়সের নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ১২ বছর বয়স পর্যন্ত ছেলেরা জেরুজাসামে অনুমতি ছাড়াই প্রবেশ করতে পারবে। এদিকে ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষদের জন্য প্রবেশের পূর্ব-অনুমতি লাগবে।

সূত্র : আলজাজিরা মুবাশির