Naya Diganta

ময়মনসিংহে ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু

প্রকাশ্য দিবালোকে ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে আহত হওয়ার চারদিন পর ফুলবাড়ীয়া পৌরসভা শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কমিশনার আনিছুর রহমান আনিছ (৫০) মারা গেছেন। গত রোববার বিকেলে ময়মনসিংহ নগরীর নাটকঘর লেন এলাকায় মীর আক্রাম হোসেন লেলিন (৪০) তাকে ছুরিকাঘাত করলে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফুলবাড়ীয়া উপজেলার ভালুকজান গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে আনিছুর রহমান ফুলবাড়ীয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার। তিনি ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ময়মনসিংহ নগরীর নাটকঘর লেন এলাকায় বসবাস করতেন। তিনি সেখানে একটি বাড়ি নির্মাণ করছিলেন। সেই বাড়ি নির্মাণের মালামাল রাখতেন প্রতিবেশী মৃত বাদল মিয়ার ছেলে মীর আক্রাম হোসেন লেলিনের জায়গায়। এজন্য লেলিন আনিছুর রহমানের কাছ থেকে টাকা নিতেন এবং প্রায়ই টাকা চাইতেন। ঘটনার দিন ২৬ মার্চ আসরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ভাঙ্গার মোড়ে লেলিন টাকা চাইলে আনিছ টাকা না দেয়ায় তাকে ছুরিকাঘাত করে লেলিন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আনিছুর রহমানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় ২৮ মার্চ নিহতের স্ত্রী খাদিজা আক্তার বকুল বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার একমাত্র আসামি লেলিনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। গতকাল শুক্রবার বাদ আসর স্থানীয় মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আনিছকে দাফন করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার। তিনি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।