Naya Diganta

চট্টগ্রাম বহির্নোঙরে নিখোঁজ চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজের তিন দিন পর চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টায় হালিশহরের আনন্দবাজার খাল থেকে প্রকৌশলী ঝাং মিং ইয়ান (৪৩) এর লাশটি উদ্ধার করা হয়। তিনি চীনা জাহাজ এমভি ক্যাং হুয়ানের প্রধান প্রকৌশলী (চিফ ইঞ্জিনিয়ার) ছিলেন এবং গত ২৬ ডিসেম্বর জাহাজটিতে যোগদান করেছিলেন বলে বন্দর সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপরে (চবক) সচিব মো: ওমর ফারুক জানিয়েছেন, বাংলাদেশ কোস্টগার্ড শুক্রবার সকালে চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তসহ যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষ করে প্রকৌশলীর লাশ চীনে পাঠানোর জন্য শিপিং এজেন্ট কাজ করছে বলেও তিনি জানান।
বন্দর সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার জাহাজটিতে দুর্ঘটনা প্রতিরোধে মহড়া চলছিল। মহড়ার সময় ১৬ জন নাবিক জাহাজে থাকা লাইফবোটে চড়েন। হঠাৎ করে জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে গেলে তাৎণিকভাবে ১৫ জন নাবিককে উদ্ধার করা গেলেও ঝাং মিন ইয়ানকে তখন উদ্ধার করা যায়নি।