Naya Diganta

কুরআনের শিক্ষা সবার মাঝে পৌঁছে দেয়া ইমামদের দায়িত্ব : আইম্মাহ্ পরিষদ

বাংলাদেশ আইম্মাহ্ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেছেন, কুরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজানে কুরআনের শিক্ষাকে সবার মাঝে পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা আলেম উলামা ও ইমামদের দায়িত্ব ও কর্তব্য। তাই প্রত্যেক আলেমের উচিত, বেশি বেশি কুরআন তিলাওয়াত ও জিকির ইস্তিগফার পাঠ করার জন্য মুসল্লিদেরকে উৎসাহিত করা। নিজেদের মসজিদ এলাকায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার ব্যবস্থা নেয়া। সকল প্রকার বেহায়াপনা এবং অশ্লীল প্রদর্শনী বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করা। খোদাদ্রোহী অপশক্তির বিরুদ্ধে তৌহিদী জনতার ঈমান শানিত করা। নিজেদের মুসল্লিদের সম্পদের যাকাত প্রাপ্যদের মাঝে বিতরণ করার ব্যবস্থা নেয়া। ২০ রাকাত তারাবীহর বিরুদ্ধে যাবতীয় প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর ষড়যন্ত্র থেকে মুসল্লিদের রক্ষা করা। মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্য মুসল্লিদের উদ্বুদ্ধ করা।


বাংলাদেশ আইম্মাহ পরিষদ ঢাকা জেলার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাগরের মাদরাসাতুশ শারীয়াহ মিলনায়তনে আইম্মাহ্ পরিষদের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ মাসরূরের সভাপতিত্বে ও মুফতি আদনান মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মুফতি হারুন রাসূলাবাদী, মাওলানা খন্দকার কাউসার হুসাইন, মাওলানা মাসুম বিল্লাহ্, মুফতি সুলতান মাহমুদ, মুফতি মাহবুব গুলজার, মাওলানা জহিরুল ইসলাম, মুফতি সুহাইল আহমাদ, মাওলানা ময়নুল হক, মাওলানা আবরার মাহফুজ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা জসিম আহমাদ, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা আম্মার মানসূর, মুফতি এহসানুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।