Naya Diganta

প্রশ্নোত্তর

প্রশ্ন : রমজানে তারাবির নামাজে খতমে কুরআন ৩/৭/১০ দিনে করা সাহাবা ও তাবেয়িদের সুন্নাত (সূত্র : শুআবুল ইমান-৩০৭৪/৭৬) অথচ, ফতোয়ায়ে আলমগীরির ১:২৯১ পৃষ্ঠায় (বাংলা : ই.ফা.বা) উল্লেখ আছে, ২১ রজনী বা এর আগে তারাবি নামাজে কুরআন খতম করা মাকরুহ। কোনটি মানতে হবে দয়া করে জানাবেন কি?

উত্তর : আপনি যদি ভালো মানের হাফেজ হন আর একাকী তারাবির সালাত আদায় করেন তাহলে ৩/৭/১০ দিনে খতম দিতে পারেন। এতে কোনো সমস্যা নেই। অনেক সাহাবি এভাবে আমল করেছেন। যদি আপনার সাথে কেউ ৩/৭/১০ দিনে কুরআন খতমের সালাতে অংশ নেয় তাহলে আপনি তাদেরকে নিয়ে সালাত অদায় করবেন। এটি অবশ্যই উত্তম, কারণ তখন অনেক খতম হয়ে যাবে। আর আপনি যদি কোনো মসজিদে তারাবির ইমাম হন তাহলে অন্য হাদিস (মুসন্নাফে ইবনু আবি শাইবা-৭৭৬১, ৭৭৫৪) ও ফতোয়ার কিতাব অনুযায়ী ধীরে ধীরে কুরআন পড়বেন।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট