Naya Diganta

অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টকে মুক্তি দিয়েছে কেএনএফ

অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টকে মুক্তি দিয়েছে কেএনএফ।

বান্দরবানে সশস্ত্র পাহাড়ি সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হাতে অপহৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: আনোয়ার হোসেনকে দীর্ঘ ১৬ দিন পর মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

শুক্রবার দুপুর ২টার দিকে রুমা উপজেলার কেওক্রাডং এলাকায় তাকে ছেড়ে দেয়।

জানা গেছে, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার পরিবারের সদস্যদের সাথে তিনি রুমা উপজেলার বগালেক সেনাবাহিনীর ক্যাম্পে অবস্থান করছেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, দুপুরে রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে সার্জেন্ট আনোয়ারকে মুক্তি দেয়ে অপহরণকারীরা।

উল্লেখ্য, ১৫ মার্চ বিকেলে কেওক্রাডং এলাকা থেকে কেএনএফের সদস্যরা সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: আলোয়ার হোসেন (৫৪), জিপচালক মো: মামুন (২৯) ও নির্মাণশ্রমিক আব্দুর রহমানসহ (২৭) আরো ছয়জনকে ধরে নিয়ে যায়। তারা সবাই ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের নির্মাণাধীন রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে কাজ করছিলেন। ওই দিন সন্ধ্যার ওই ছয়জনকে ছেড়ে দিয়ে তিনজনকে অপহরণ করে কেএনএফ সদস্যরা।

অপহরণের পরে সন্ত্রাসীরা সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযানে কেএনএফের আটক সদস্যদের ছেড়ে না দিলে অবসরপ্রাপ্ত সার্জেন আনোয়ারকে মুক্তি দেয়া হবে না বলেও ঘোষণা দিয়েছিল কেএনএফ।