Naya Diganta

যেমন হতে পারে শেষ ম্যাচের বাংলাদেশ একাদশ

যেমন হতে পারে শেষ ম্যাচের বাংলাদেশ একাদশ।

ক্রিকেটে সুখের দিন পার করছে বাংলাদেশ। জয়ে জয়ে সময় বয়ে যাচ্ছে বেশ আনন্দেই। আনন্দ হবেই বা না কেন? সব অপূর্ণতা ভেঙে নতুন রূপে গড়া এই দলটা যে এখন পর্যন্ত সব পরীক্ষাতেই সফল বলা যায়। তবে একটা অপূর্ণতা রয়ে গেছে, যেই অপূর্ণতার নাম লেগ স্পিনার। তবে দূর হয়ে যেতে পারে আজ (শুক্রবার)।

টেস্ট স্ট্যাটাসের প্রায় ২৩ বছর পেরিয়ে গেলেও বলার মতো কোনো লেগ স্পিনারের খোঁজ পায়নি বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে যখন রাজ করছে লেগ স্পিনাররা, তখন বাংলাদেশের সঙ্গী শুধুই আক্ষেপ আর হতাশা। আসেননি এমন নয়, এসেছিলেন অনেকেই। তবে জায়গাটা নিজের করে নিতে পারেননি কেউই। লেগ স্পিনার পরিচয় দিলেও প্রভাব ফেলতে পারেননি তারা।

তবে তাদের সবার মাঝে ভিন্নতা চোঁখে পড়েছে একটা নামে, নামটা রিশাদ হোসেন। জাতীয় দলের আশেপাশে দীর্ঘ দিন ধরে আছেন তিনি, অনুশীলনেও দেখা মেলে তার। তবে সব কিছু ঠিক থাকলে তাকে লাল-সবুজের জার্সি গায়ে দেখা যেতে পারে প্রথমবার। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়ে যেতে পারে রিশাদের।

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যেই অবশ্য সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। প্রথম দুই ম্যাচে বড় জয় নিয়ে সিরিজ নিশ্চিত করেছে ২-০ ব্যবধানে। এবার স্কোরবোর্ডটা ৩-০ করতে মরিয়া সাকিব বাহিনী। সেখানেই একাদশে প্রথমবার দেখা যেতে পারে রিশাদকে, নাসুম আহমেদের বদলে জায়গা পেতে পারেন তিনি।

বল হাতে নাসুম আহমেদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। এই বছরে চারটি টি-টোয়েন্টি ম্যাচে উইকেট তার মোটে একটি। এই সময়ে নয় ওভার বল করে দিয়েছে প্রায় শতরান (৯৯), ইকোনমিও আকাশ ছুঁই ছুঁই ১১। এমনকি শেষ ম্যাচে তাকে এক ওভারের বেশি বল দেননি সাকিব, সেই ওভারেও অবশ্য ১৮ রান দিয়েছেন নাসুম। ফলে তার বদলে রিশাদকে দেখতে পাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র।

পরিবর্তন আসতে পারে আরো। মোস্তাফিজুর রহমান বা তাসকিন আহমেদের বদলে একাদশে ফিরতে পারেন শরিফুল ইসলাম। বিশ্বকাপের পর গত চার মাসে চোটের কারণে একাদশে দেখা যায়নি তাকে। তবে আজ ফেরার জোর সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে জাকির আলীরও, মেহেদী মিরাজ বা নাজমুল হোসেন শান্তর জায়গায় অভিষেক হয়ে যেতে পারে তার।

যেমন হতে পারে আজ সম্ভাব্য বাংলাদেশ একাদশ :
রনি তালুকদার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক) তাওহীদ হৃদয়, শামিম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।