Naya Diganta

গফরগাঁওয়ে গৃহবধূর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গফরগাঁওয়ে গৃহবধূর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঞ্চল্যকর গৃহবধূ সুফিয়া খাতুন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) পুলিশ গ্রেফতার ব্যক্তিকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। এর আগে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২৬ মার্চ গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় সুফিয়া খাতুন নামে এক গৃহবধূ নিহত হন। এ ঘটনায় প্রধান আসামি মো: আ: ছাত্তারকে (৬০) পুলিশ বুধবার দিবাগত রাতে গফরগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য, এ ঘটনায় অভিযুক্ত আসামি মো: সূর্যত আলী (৬৫) ও তার ছেলে আক্রাম হোসেনকে (৩৭) মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে হত্যার ঘটনায় বাবা- ছেলেকে গ্রেফতার করা হয়েছে। পরে ছাত্তারকে সংশ্লিষ্ট মামলায় বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।