Naya Diganta

টি স্পোর্টস অ্যাপে আইপিএল

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ (আইপিএল)। আইপিএলের ১৬তম এই আসর দেখা যাবে টি স্পোর্টস অ্যাপেও। এই আসরের ভারতীয় উপমহাদেশের স্বত্ব কিনেছে ভায়াকম ১৮। তাদের কাছ থেকে পাঁচ বছরের জন্য স্বত্ব কিনে নিয়েছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান টি স্পোর্টিস। টি স্পোর্টস অ্যাপের দূত হয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। উল্লেখ্য, এই দুই ক্রিকেটারেরই খেলার কথা কলকাতা নাইট রাইডার্সের হয়ে। টি-স্পোর্টস এর আগে ইন্টারন্যাশনাল লিগ টি-২০, পাকিস্তাস সুপার লিগ এবং মহিলা আইপিএল সরাসরি সম্প্রচার করেছিল। দর্শকরা এবার টি স্পোর্টস চ্যানেলের সাথে টিটি ফ্ল্যাটফর্ম টি স্পোর্টস অ্যাপে মোবাইলে দেখতে পারবে খেলা।
আইপিএলে বাংলাদেশের অপর ক্রিকেটার মোস্তাফিজুর রহমান খেলবেন সানরাইজ হায়দ্রাবাদে। আজ আহমেদাবাদে গুজরাট লায়ন্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইপিএল। রাত ৮টায় শুরু হবে। ১০ দল ১২ ভেনুতে খেলবে এই টুর্নামেন্ট।