Naya Diganta

এপ্রিলে তুরস্ক সফরে যেতে পারেন পুতিন

এপ্রিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তুরস্কে যেতে পারেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। আগামী ২৭ এপ্রিল তুরস্কে পারমাণবিক শক্তিসমৃদ্ধ চুল্লি উদ্বোধন করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাতোম আক্কু নামের এ চুল্লিটি তৈরি করেছে। এটি উদ্বোধনেই পুতিন তুরস্কে যেতে পারেন বলে জানিয়েছেন এরদোগান।
বুধবার বেসরকারি টিভি চ্যানেল এটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান বলেছেন, ‘খুব সম্ভবত পুতিন ২৭ এপ্রিল তুরস্কে আসবেন, এমন একটি সম্ভাবনা আছে অথবা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি।’ এরদোগান আরো জানিয়েছেন, তুরস্ক পারমাণবিক চুল্লিটির প্রথম ইউনিটে প্রথম জ্বালানি দেবে আগামী ২৭ এপ্রিল এবং সে দিনই এটিকে পারমাণবিক চুল্লির স্বীকৃতি দেয়া হবে। এর আগে গত সোমবার তুরস্কের গণমাধ্যমগুলোতে পুতিনের সম্ভাব্য সফরের খবর প্রকাশিত হয়। তবে ওই দিন বিষয়টি অস্বীকার করে রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। তবে গত শনিবার টেলিফোনে কথা হয় এরদোগান ও পুতিনের।