Naya Diganta

ঈদে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট শুধুমাত্র অনলাইন অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয়, আগামী ১৭ থেকে ৩০ এপ্রিল এই টিকিট কেনা যাবে।

টিকেটের জন্য রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যেকোনো মোবাইল হতে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

আগামী ১ এপ্রিল শনিবার থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রয় করা হবে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকেট আগামী ৭ এপ্রিল থেকে ইস্যু করা হবে।

এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকেট শতভাগ অনলাইনে বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সূত্র : বাসস