Naya Diganta

যুক্তরাষ্ট্রে ভারতীয় সাংবাদিকের ওপর খালিস্তানিদের হামলা

সাংবাদিক ললিত ঝা

যুক্তরাষ্ট্রে ভারতীয় সাংবাদিক ললিত ঝার ওপর হামলা করেছে খালিস্তানিরা। রোববার ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে করা খালিস্তান-সমর্থকদের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওই হামলার শিকার হন তিনি।

আমেরিকার সিক্রেট সার্ভিস সূত্রে জানা যায়, ওয়াশিংটনের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজন খালিস্তানি ভারতীয় দূতাবাসের সামনে উপস্থিত হয়। এরপর সেখানে তারা খালিস্তানি নেতা অমৃতপাল সিংহের সমর্থনে স্লোগান দিতে শুরু করে। তারা ইংরেজি ও পাঞ্জাবি ভাষায় ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে। একইসাথে পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের স্লোগান দেয়। এ সময় সংবাদ সংগ্রনের জন্য সেখানে উপস্থিত হন ললিত। তখন খালিস্তানিরা তাকে ঘিরে ধরে মারধর করা শুরু করে।

এ বিষয়ে সংবাদ সংস্থা এএনআইকে ললিত জানান, ‘আমাকে তারা লাঠিপেটা করতে শুরু করে। পরে উপায় না দেখে আমি ৯১১-তে ফোন করেছিলাম।’

এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারতীয় দূতাবাস। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একজন শীর্ষস্থানীয় সাংবাদিকের ওপর এমন হামলা অত্যন্ত ন্যাক্কারজনক।

সূত্র : আনন্দবাজার পত্রিকা