Naya Diganta
জার্মান লোককাহিনী

ড্রাগনের দাঁত

জার্মান লোককাহিনী

(গত দিনের পর)
মেষপালক ভাবে, শুকনো ভেড়ার পরিবর্তে বড় তিন তিনটি কুকুর। মন্দ হয় না। কিন্তু তার পরিচয় তো মেষপালক। কুকুরবিহীন ‘মেষপালক’ কথাটা ঠিক যায় না। তারপরও সুযোগ যখন পেয়েছি। করিই না অদলবদল। ওই নাদুস নুদুস কুকুর তিনটিই বরং আমার কাজে লাগবে। মেষপালক বলছে, বেশ, আমি রাজি। তুমি যদি চাও, আমার ভেড়া তিনটি নিতে পারো। বিনিময়ে তোমার কুকুর তিনটি আমাকে দাও। কী হৃষ্টপুষ্ট কুকুর তোমার।
তক্ষণই প্রাণীগুলো অদলবদল হয়ে গেল। অচেনা লোকটি ভেড়া তিনটি নিলো আর তার পোষা কুকুর তিনটি মেষপালককে দিয়ে দিলো। আবার যাত্রা শুরু মেষপালকের। এবার যাত্রাপথে তার সাথে আছে তিনটি কুকুর। সে জানে না কোথায় যাচ্ছে, কোথায় তার গন্তব্য। তিনটি হৃষ্টপুষ্ট কুকুর লেজ উঁচু করে মেষপালকের পিছু পিছু হাঁটছে। ভারি সুন্দও দেখতে কুকুর তিনটি। (চলবে)