Naya Diganta

নোয়াখালীতে যাত্রী বেশে ছিনতাই : ২ ছিনতাইকারী গ্রেফতার

নোয়াখালীতে যাত্রী বেশে ছিনতাই : ২ ছিনতাইকারী গ্রেফতার।

নোয়াখালীর সোনাইমুড়ীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতায়ের কাজে ব্যবহৃত একটি পাইপগান, ছিনতাইকৃত অটোরিকশা ও একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।

রোববার (২৬ মার্চ) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার সোনাইমুড়ী থানার পুলিশ উপজেলার সোনাইমুড়ীর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আমজাদ হাজি বাড়ির ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মোশারফ হোসেন মাসুদ (২২), মামুনুর রশিদকে (২৬)।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১ দিকে ছিনতাইকারী মামুন সোনাইমুড়ী বাইপাস মোড় থেকে যাত্রীবেশে কামাল হোসেনের ব্যাটারিচালিত অটোরিকশায় ১৫০ টাকা ভাড়ায় উপজেলার বারুলের উদ্দেশে রওয়ানা করেন। পথিমধ্যে তার অন্য দু‘জন সঙ্গী মাসুদ ও পলাতক আরিফ মাস্ক পরিহিত অবস্থায় ওই রিকশায় যাত্রীবেশে উঠেন। পরে বারুলের নির্জন স্থানে গিয়ে তারা চালকের গলায় ধারালো চাকু ধরে তার পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে চলে যান তারা।

ঘটনার বিষয় নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম।