Naya Diganta

সিদ্দিকবাজারে বিস্ফোরণ : আরো ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৬

সিদ্দিকবাজারে বিস্ফোরণ : আরো ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৬

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম খলিলুর রহমান হাসান (৩২)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২৬ জনের মৃত্যু হলো।

রোববার সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, দগ্ধ হাসান আজ সকাল সাড়ে ৯টার দিকে মারা গেছেন। বিস্ফোরণে তার শরীরের ১২ শতাংশ দগ্ধ ছিল।

গত ৭ মার্চ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে পুরান ঢাকার সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরো দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ভয়াবহ এই দুর্ঘটনায় প্রথম দিনেই ঘটনাস্থলে ১৯ জন নিহত হন। এরপরে দুই দিনে ধ্বংসস্তূপ থেকে আরো দু’জনের লাশ উদ্ধার হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান।