Naya Diganta

লক্ষ্মীপুরে ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ : আটক ১

লক্ষ্মীপুরে রামগতি উপজেলার সেন্টারখাল এলাকায় তিনটি জালের গুদামে অভিযান চালিয়ে ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪০০পিস চায়না জাল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আব্দুল মান্নান (৭০)।

রোববার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বি এন কাজী আল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গতকাল শনিবার দুপুরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড এক যৌথ অভিযান পরিচালনা করে।

আটক মান্নান রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

কোস্টগার্ড জানায়, উপজেলার সেন্টারখাল এলাকায় অভিযান পরিচালনা করার সময় তিনটি জালের গুদাম থেকে ১৫ লাখ মিটার নতুন অবৈধ কারেন্ট জাল ও ৪০০ পিস নতুন চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।

পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিনের উপস্থিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সূত্র : বাসস