Naya Diganta

চুয়াডাঙ্গায় ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে কৃষকের আত্মহত্যা

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে চুয়াডাঙ্গার দামুড়হুদায় আইনাল হক (৫৫) নামে এক কৃষক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের মোক্তারপুর মোল্লাপাড়ার নিজ পান বরজের মধ্যে মেহগনি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। কৃষক আইনাল হক (৫৫) মোক্তারপুর গ্রামের মৃত পুটে আলীর বড় ছেলে।
স্থানীয় ও স্বজনরা জানান, আইনাল হক বিভিন্ন এনজিও ও সমিতি থেকে অনেক টাকা ঋণ করেছেন। এনজিও ও সমিতির ৩ থেকে ৪ লাখ ঋণের টাকা পরিশোধ করা নিয়ে প্রায় সময়ই দুশ্চিন্তার ভিতর থাকতেন। ঋণের টাকা পরিশোধ না করতে পেরে হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই অভিমান করে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের মা নিহারুন নেছা জানান, আইনুল শনিবার সকালে নিজ পানের বরজে কাজ করার জন্য বাড়ি থেকে বের হন। পানের বরজে গিয়ে দেখি আইনাল মেহগনি গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন গাছ থেকে নিচে নামিয়ে মৃত অবস্থায় দেখতে পায়।
দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহেদ বলেন, বকেয়া টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে। আইনগত প্রক্রিয়া মেনে লাশ হস্তান্তর করা হয়েছে।