Naya Diganta

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এরদোগানের আরো ২২ হাজার আবাসন নির্মাণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আরো ২২ হাজার ভবন নির্মাণের কাজ উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

শুক্রবার দেশটির হাতাই প্রদেশের ইস্কেন্ডারুন শহরে এ নির্মাণ কাজের উদ্বোধন পালন করেন তিনি। এ সময় সেখানে একটি সরকারি হাসপাতালেরও উদ্বোধন করা হয়।

এরদোগান বলেন, আমরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তম আবাসনের ব্যবস্থা করব। তাদের ছেড়ে যাব না।

তিনি আরো বলেন, ইতোপূর্বে বিভিন্ন শহরে ও গ্রামে ৫০ হাজার ঘরের ব্যবস্থা করা হয়েছে। এখন নতুন করে আরো ২২ হাজার ঘরের ব্যবস্থা করা হচ্ছে। দ্রুতই এ নির্মাণ কাজ সমাপ্ত করা হবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, এখন যে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে, সেগুলো ভূমিকম্প-সহনীয় হবে।

তিনি আরো বলেন, সবার আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলতে থাকবে।

সূত্র : আনাদুলু এজেন্সি, আলজাজিরা মুবাশ্বির ও অন্যান্য