Naya Diganta

ইরানে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ রাশিয়া

ইরানে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ রাশিয়া

রাশিয়া এখন ইরানের সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগকারী হয়ে উঠেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের অর্থমন্ত্রী এহসান খানদৌজি এ কথা বলেন।

শুক্রবার কাতারের অর্থায়নে পরিচালিত মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এহসান খানদৌজি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, রাশিয়া চলতি অর্থবছরে ইরানে দুই দশমিক সাতছয় বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। শিল্প, খনি ও পরিবহনসহ বিভিন্ন খাতে এই বিনিয়োগ করা হয়েছে।

ইরানের অর্থমন্ত্রী বলেন, আমরা রাশিয়ার সাথে আমাদের সম্পর্ককে কৌশলগত হিসেবে দেখি এবং আমরা অনেক দিক, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে একসাথে কাজ করছি।

এদিকে, ফিন্যান্সিয়াল ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ইরানে রাশিয়ার রফতানি ২৭ শতাংশ বেড়েছে, যেখানে আমদানি ১০ শতাংশ বেড়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর