Naya Diganta

নান্দাইলে ভাগ্নের লাঠির আঘাতে মামার মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বাড়ির সীমানা বিরোধের জেরে মাজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাজিম উদ্দিন একই গ্রামের মরহুম মগল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীরপুর দিগলাপড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে মাজিম উদ্দিনের সাথে ঝগড়া হয় ভাগ্নে আব্দুর রাশিদ, আল-আমিন ও কাদির মিয়ার। একপর্যায়ে ভাগ্নের লাঠির আঘাতে মাজিম উদ্দিন গুরুতর আহত হন।

সূত্রে আরো জানা গেছে, স্থানীয়রা আহত অবস্থায় মাজিম উদ্দিনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেল ৪টার দিকে রাস্তায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে ভাগ্নেরা বাড়ি থেকে পালিয়ে যায় এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, মামা ভাগ্নের মধ্যে বাড়ির সীমানা নিয়ে মারামারি হয়েছিল। পরে হাসপাতালে নেয়ার সময় মারা যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ মোবাইল ফোনে বলেন, মৃত্যুর ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা দায়ের করা হলে দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।