Naya Diganta

রাশিয়ান বাহিনী কিয়েভ পর্যন্ত এগোতে পারে : মেদভেদেভ

রাশিয়ান হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের সামনে ইউক্রেনীয় বাহিনী।

রাশিয়ান বাহিনী ইউক্রেনের কিয়েভ বা লভিভ পর্যন্ত অগ্রসর হতে পারে জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

রাশিয়ান বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, মেদভেদেভ বলেছেন, ‘এখানে কোনো কিছুই উড়িয়ে দেয়া যায় না। আপনার যদি কিয়েভকে দরকার হয়, তাহলে আপনাকে কিয়েভে যেতে হবে, যদি লভিভকে দরকার হয়, তবে এই সংক্রমণটি ধ্বংস করার জন্য আপনাকে লভিভেই যেতে হবে।’

রাশিয়ান নিরাপত্তা পরিষদের উপ-প্রধান মেদভেদেভ এর আগেও যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো জোটকে আক্রমণ করে কঠিন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তাদের কার্যক্রম রাশিয়াকে ভেঙ্গে ধ্বংস করার জন্যই।

এদিকে, মেদভেদেভ এ-ও বলেছেন যে ন্যাটোর সাথে সরাসরি কোনো সংঘাতে যাওয়ার পরিকল্পনা রাশিয়ার নেই।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মেদভেদেভ বলেছেন, রাশিয়া ন্যাটোর সাথে আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকটের সমাধান করতে চায়।

তিনি ‍হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ক্রিমিয়ান উপত্যকা দখলে ইউক্রেনের যেকোনো উদ্যোগ কিয়েভের ব্যাপারে মস্কোর অস্ত্র ব্যবহারের পথকে পরিষ্কার করবে।

এক বছর আগে পুতিন ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে মেদভেদেভ হয়ে উঠেছে রাশিয়ান হার্ডলাইন কর্মকর্তাদের অন্যতম। তিনি নিয়মিত এ বিষয়ে মন্তব্য করে যাচ্ছেন।

সূত্র : আলজাজিরা