Naya Diganta

সিরিয়ায় মার্কিন হামলায় ৮ ইরানপন্থী যোদ্ধা নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলে ড্রোন হামলায় এক আমেরিকান ঠিকাদার নিহত ও পাঁচ মার্কিন সেনা সদস্য আহত হওয়ার পর মার্কিন বিমান হামলায় আট ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার একটি যুদ্ধ পর্যবেক্ষক এ কথা জানায়।

যুদ্ধ-বিধ্বস্ত দেশটির বিস্তৃত সূত্রের নেটওয়ার্ক ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা, সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, দেইর এজোর শহরের অভ্যন্তরে একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করে মার্কিন হামলায় ছয় ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে এবং মায়াদিনের মরুভূমি ও আল-বুকামালের কাছে হামলা চালিয়ে আরো দুই যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

সূত্র : এএফপি/বাসস