Naya Diganta

ভুসির বস্তায় ৩ কেজি স্বর্ণ

ভারতে পাচারের সময় দর্শনার সুলতানপুর সীমান্ত এলাকা থেকে তিন কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি। বৃহস্পতিবার বিকেলে সেগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতে বড় একটি স্বর্ণের চালান পাচার হবে। এ তথ্যর ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সুলতানপুর সীমান্তের ৭৮/৬ নং মেইন পিলার থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান চালায়। বেলা ৩টার দিকে একটি পাখিভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল ভ্যানটির গতি রোধ করে। এ সময় ভ্যানে অবস্থানরত এক আরোহী টহল দলকে দেখতে পেয়ে দ্রুত ভোঁ-দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ভ্যানে থাকা গমের ভুসির বস্তা জব্দ করে তা তল্লাশির পর ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ছোট বড় ১০টি স্বর্ণের বার আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
এ ব্যাপারে নায়েক দিদার বাদশা বাদি হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। আটক স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা
করা হবে।