Naya Diganta

ভারতের বিপক্ষে আজ টার্গেট ঘুরে দাঁড়ানো

বড় জয়ে অনূর্ধ্ব-১৭ মহিলা সাফ শুরু করলেও পরশু দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে ০-৩ গোল হার। যা এই আসরে লাল-সবজুদের শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় শেষ করে দিয়েছে। এর পরও যে ক্ষীণ চান্স টিকে আছে এ জন্য আজ জিততে হবে ভারতের বিপক্ষে। সন্ধ্যা সোয়া ৭টায় কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা। ভারত প্রথম ম্যাচে ৪-১ গোলে নেপালকে এবং বাংলাদেশ ৮-১ গোলে ভুটানকে হারিয়েছিল। আজ দিনের প্রথম ম্যাচে বেলা সোয়া ৩টায় রাশিয়ার মুখোমুখি হবে ভুটান। পরশু নেপাল ৫-০তে হারিয়েছিল ভুটানকে।
বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন জানান, আমাদের লক্ষ্য ভারতকে হারিয়ে ঘুরে দাঁড়ানো। ভুটানের বিপক্ষে ভালো খেলেছি। রাশিয়ার বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে পাওয়া সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারলে ভিন্ন হতো ম্যাচের চেহারা। বিরতির পর রুশদের বিপক্ষে দারুণ খেলেছে দল। এই ধারা অব্যাহত থাকলে ভারতকেও হারাতে পারব।