Naya Diganta

দক্ষিণ চীনসাগরে মার্কিন যুদ্ধজাহাজ চীনের সতর্কতা

চীনা সামরিক বাহিনী বলেছে, তারা বৃহস্পতিবার দক্ষিণ চীনসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে ট্র্যাক করেছে এবং বেইজিংয়ের জলসীমা থেকে ‘চলে যাওয়ার জন্য সতর্ক’ করেছে। চীন প্রায় গোটা দক্ষিণ চীনসাগরের ওপর সার্বভৌমত্ব দাবি করে। একটি কৌশলগত এই জলপথের মাধ্যমে বছরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়। যদিও আন্তর্জাতিক আদালতের রায়ে এই দাবির কোনো আইনি ভিত্তি নেই।


ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনাই সবাই সাগরে ওভারল্যাপিং মালিকানা দাবি করে আসছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নৌসীমায় নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখতে এই নৌপথে যুদ্ধজাহাজ মোতায়েন করে। চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস বৃহস্পতিবার প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে নৌপথে প্রবেশ করেছে। এই অঞ্চল ভিয়েতনামও নিজেদের বলে দাবি করছে।