Naya Diganta

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির তৌহিদুল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে বুধবার রাতে নগরীর আকবরশাহ এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তৌহিদুল পশ্চিম মহাদেবপুর এলাকার তফসিল উকিল বাড়ির মরহুম তফসিল আহমদের ছেলে। তিনি দীর্ঘ দিন সীতাকুণ্ড পৌর জামায়াতের আমির ছিলেন। এরপর ২০২৩ সালে উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হন।

জানা যায়, ২০১৩-১৪ সালে বিস্ফোরক দ্রব্য, অস্ত্র, বিশেষ ক্ষমতা ও দ্রুত বিচার দণ্ডবিধি আইনে তার নামে ৩৪টি মামলা রেকর্ড করা হয়। এর মধ্যে সম্প্রতি ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মামলা-হামলায় অতিষ্ঠ হয়ে চট্টগ্রাম শহরের আকবর শাহ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার নামে ৩৪টি মামলা রয়েছে।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা জামায়াত।