Naya Diganta

সিরিয়ার বিমানবন্দরে ফের ইসরাইলের হামলা

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ অভিযোগ করছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। অভিযোগ অনুসারে গতকাল বুধবার প্রথম প্রহরে বিমানবন্দরটির রানওয়েতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলের যুদ্ধবিমান। কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বিমানবন্দরটিতে হামলা করেছে ইসরাইল।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সানা বলছে, বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, ভূমধ্যসাগরের উপর দিয়ে যুদ্ধবিমানের মাধ্যমে আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইল। বিস্ফোরণের শব্দ অন্যান্য অঞ্চল থেকেও শোনা গেছে।

এ বছর মার্চের শুরুতেই ইসরাইলি বিমান হামলায় রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরটির কার্যক্রম কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। এর কিছুদিন পরে আবারো ইসরাইলের হামলায় উত্তর-পশ্চিম সিরিয়ার অঞ্চলটি ক্ষয়ক্ষতির শিকার হয়। নোটাম নামে পরিচিত সিরিয়ার বিমান কর্তৃপক্ষের পাঠানো এক নোটিশে ক্ষতিগ্রস্ত রানওয়েটি বন্ধ রাখার কথা জানানো হয়েছিল।
তবে বিমানবন্দরটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কয়েক বছরের মধ্যে সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরসহ দেশটির সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে শতাধিক হামলা চালিয়েছে ইসরাইল। তবে এমন আক্রমণের কথা সচরাচর স্বীকার করেনি দেশটি।