Naya Diganta

ফুটবলকে বিদায় বললেন কিংবদন্তি মেসুত ওজিল

মেসুত ওজিল

ফুটবলকে বিদায় বলে দিলেন জার্মানির আন্তর্জাতিক ফুটবল তারকা মেসুত ওজিল। আজ সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও চেলিসতে এবং আন্তর্জাতিক ফুটবলে জার্মানির হয়ে দুর্দান্ত ক্যারিয়ার গড়া এই তারকা।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জয় করা ৩৪ বছর বয়সী এই ফুটবল তারকা ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে জার্মানরা ব্যর্থ হবার পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন।

জার্মানির এ আক্রমণাত্মক মিডফিল্ডার বলেছেন,‘অনেক চিন্তাভাবনা করার পর পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। প্রায় ১৭ বছর ধরে আমি ফুটবলে বিচরণের সুযোগ পেয়েছি। এজন্য আমি কৃতজ্ঞ। বেশ কিছুদিন ধরে ইনজুরির কারণে সম্প্রতি মনে হলো ফুটবলের বড় মঞ্চটা ছেড়ে দেয়ার সময় হয়েছে।’

২০১০ সালে বুন্দেস লিগার ক্লাবগুলো ছেড়ে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর ওজিলের ক্যারিয়ারের বিকাশ ঘটতে শুরু করে। ২০১২ সালে ক্লাবটির ৩২তম লা লিগা শিরোপা জয়ে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করেন ওজিল। ২০১৩ সালে মোটা অংকের অর্থে আর্সেনালে পাড়ি জমান তিনি। ওই বছরেই এফএ কাপের শিরোপা পাইয়ে দেন লন্ডনের ক্লাবটিকে। বেশ কয়েকবার ব্যালন ডিঅর খেতাবের সংক্ষিপ্ত তালিকায়ও স্থান পেয়েছিলেন ওজিল।

সূত্র : বাসস