Naya Diganta

সন্ত্রাসী হামলায় পাকিস্তানে ব্রিগেডিয়ার জেনারেল নিহত

সন্ত্রাসী হামলায় পাকিস্তানে ব্রিগেডিয়ার জেনারেল নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা সাত নিরাপত্তাকর্মী। মঙ্গলবার (২১ মার্চ) দেশটির ওয়াজিরিস্তান প্রদেশের আঙুর আদা শহরে এ ঘটনা ঘটে।

সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

নিহত ব্রিগেডিয়ারের নাম মুস্তফা কামাল বারকি। তিনি ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের সদস্য ছিলেন।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ব্রিগেডিয়ার বারকি এপিএস হামলায় জড়িত সন্ত্রাসীদের নির্মূলে একটি অপারেশনে গিয়েছিলেন। সেখানে সন্ত্রাসীদের হামলায় তিনি নিহত হন। এ সময় তার সাথে থাকা আরো সাত নিরাপত্তাকর্মী আহত হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, নিহত ব্রিগেডিয়ার মুস্তফা কামাল বারকি ১৯৯৫ সালের ১২ অক্টোবর ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে কমিশন লাভ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে যান।

সূত্র : জিও নিউজ, জংগ ও অন্যান্য