Naya Diganta

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গলাচিপায় গৃহবধুর আত্মহত্যা

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে সালমা বেগম (৩০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বনানী রোডে ঘটনা ঘটে। সালমা বেগম রাজমিস্ত্রী বাবুল হাংয়ের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রী বাবুল হাং স্ত্রী সালমা বেগম দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ভালোভাবেই সংসার করছিল। জানা গেছে অভাব অনটনের সংসার চালাতে গিয়ে ধার দেনা হয়ে পড়ে এমনকি চার থেকে পাঁচটি এনজিও থেকে লোন আনে। সাপ্তাহিক কিস্তি দিতে হিমসিম খেতে হচ্ছে। ঘরে একটি ফ্রিজ ছিল তাও বিক্রি করে দিয়েও দেনা পরিশোধ করতে পারেনি। শেষ পর্যন্ত কিস্তি ও ধার দেনার টাকা পরিশোধ করতে না পেরে সালমা বেগম বুধবার সকাল সাড়ে ১০টায় স্বামীকে কাজে পাঠিয়ে, মেয়ে ও ছেলেকে স্কুলে পাঠিয়ে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, কিস্তি ও ধার দেনার টাকা পরিশোধ করতে না পেরে হয়তো অভিমান করতে পারে। তারপরও বিষয়টি ক্ষতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।