Naya Diganta

মার্চের শেষ সপ্তাহে দেশের জার্সিতে মেসি, রোনালদো, এমবাপ্পে

মার্চের শেষ সপ্তাহে দেশের জার্সিতে মেসি, রোনালদো, এমবাপ্পে।

মার্চ মাসের শেষ সপ্তাহে আবার দেশের জার্সিতে খেলতে দেখা যাবে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পেদের। বিশ্বকাপের পরে আবারো আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন তারা। এক দিকে প্রীতি ম্যাচ। অন্য দিকে ২০২৪ সালের ইউরো কাপের কোয়ালিফাই পর্ব।

মার্চের শেষ সপ্তাহে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ রয়েছে। ২৪ মার্চ পানামার বিরুদ্ধে খেলবে তারা। পরের খেলা ২৮ মার্চ। প্রতিপক্ষ কুরাসাও। দুটি ম্যাচেই খেলার কথা মেসির। প্রীতি ম্যাচ খেলতে ইতোমধ্যেই আর্জেন্টিনায় পৌঁছেছেন তিনি।

অন্য দিকে ইউরো কাপের কোয়ালিফাই পর্বে খেলতে নামবে পর্তুগাল। দলের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, আরো এক বার জাতীয় দলের হয়ে খেলতে নামবেন রোনালদো। তার সাথে কথা বলে তাকে ইউরো কাপের দলে রেখেছেন মার্টিনেজ। মার্চের শেষ সপ্তাহে দুটি ম্যাচ রয়েছে পর্তুগালেরও। ২৪ মার্চ লিচেনস্টেইনের বিরুদ্ধে খেলবে পর্তুগাল। তাদের পরের ম্যাচ ২৭ মার্চ। প্রতিপক্ষ লুক্সেমবার্গ।

এ ছাড়া ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়া, ব্রাজিলও খেলতে নামছে মার্চের শেষ সপ্তাহে।

২৪ মার্চ :
ইটালি বনাম ইংল্যান্ড (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)
ডেনমার্ক বনাম ফিনল্যান্ড (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)
পর্তুগাল বনাম লিচেনস্টেইন (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)
আর্জেন্টিনা বনাম পানামা (প্রীতি ম্যাচ)

২৫ মার্চ :
ফ্রান্স বনাম নেদারল্যান্ডস (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)
চেক প্রজাতন্ত্র বনাম পোল্যান্ড (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)
সুইডেন বনাম বেলজিয়াম (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)

২৬ মার্চ :
স্পেন বনাম নরওয়ে (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)
ইংল্যান্ড বনাম ইউক্রেন (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)
ক্রোয়েশিয়া বনাম ওয়েলস (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)
মরক্কো বনাম ব্রাজিল (প্রীতি ম্যাচ)

২৭ মার্চ :
মাল্টা বনাম ইটালি (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)
লুক্সেমবার্গ বনাম পর্তুগাল (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)

২৮ মার্চ :
নেদারল্যান্ডস বনাম জিব্রাল্টার (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)
আয়ারল্যান্ড প্রজাতন্ত্র বনাম ফ্রান্স (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)
আর্জেন্টিনা বনাম কুরাসাও (প্রীতি ম্যাচ)

২৯ মার্চ :
স্কটল্যান্ড বনাম স্পেন (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)
তুরস্ক বনাম ক্রোয়েশিয়া (ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ)

সূত্র : আনন্দবাজার পত্রিকা