Naya Diganta

সালথা উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার তার গ্রেফতারের বিষয়টি জানিয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই রাতেই তাকে সালথা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সালথা থানার ওসি শেখ সাদিক সত্যতা নিশ্চিত করে জানান, এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবা-চাচাসহ কয়েকজনকে পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি হিসেবে রায় মোহন কুমারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১০ মার্চ সালথার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে দলবল নিয়ে একই পরিবারের তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহনের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজছাত্রীর মা বাদি হয়ে পরেরদিন সালথা থানায় একটি মামলা দায়ের করেন।
এ দিকে সেদিনের ঘটনায় রায়মোহনের একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। রায়মোহন সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, মেয়েটি অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তবে কলেজে উঠে সে শহরের একটি সরকারি মহিলা কলেজে ভর্তি হয়। গত দুই মাস আগে তাদের চার বছরের প্রেমের সম্পর্ক ভেঙে যায়।
রায়মোহনের দাবি, বিষয়টি নিয়ে তনয় নামে স্থানীয় এক ব্যক্তির মধ্যস্থতায় মীমাংসা করতে গেলে তাকে উল্টো মারধর করে মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এরপর মিথ্যা মামলায় তাকে আসামি করা হয়েছে।