Naya Diganta

দেবিদ্বারে ৩২০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান

কুমিল্লার দেবিদ্বারে সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে খরিপ-১ /২০২৩-২৪ আউশ মৌসুমে প্রায় ৩২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেইজী চক্রবর্তীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান নাফির উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা ও ভিপি বাবুল হোসেন রাজু । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রান্তিক কৃষকদের আউশ উফশী ধান চাষে আগ্রহী করতে ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৩ হাজার ২০০ কৃষকের মাঝে ১৬ টন ধানের বীজ ও ৬৪ টন রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ হয়েছে। দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা।