Naya Diganta
জার্মান লোককাহিনী

ড্রাগনের দাঁত

জার্মান লোককাহিনী

(গত দিনের পর)

কুকুর তিনটির নামও অদ্ভুত। লবণ, কাঁচামরিচ ও সরিষা। বেশ নাদুসনুদুস দেখতে সাদা কুকুরটির নাম সল্ট ওরফে লবণ। লবণের গায়ের পশমগুলো বরফের মতো সাদা। কালো রঙের কুকুরটির নাম গ্রিনচিলি ওরফে কাঁচামরিচ। কাঁচামরিচের গায়ের পশমগুলো ঝিম কালো, তেলতেলে মসৃণ। আর সবচেয়ে বড় কুকুরটির নাম মাস্টার্ড ওরফে সরিষা। সরিষার গায়ের রঙ সরিষা ফুলের মতো হলুদ। গায়ে যেন এখনো তার সরিষাফুলের রেণু লেগে আছে। দেখতে এমনি সুন্দর সে।

অদ্ভুত টাইপের লোকটি হেঁটে হেঁটে মেষপালকের দিকেই আসছে। কুকুর তিনটিও আসছে তার পিছু পিছু। কাছে এসেই লোকটি বলে, তোমার ভেড়া তিনটি তো বেশ নাদুসনুদুস, তরতাজা!
আসলে মেষপালকের ভেড়া তিনটি তরতাজা ছিল না। নাদুসনুদুসও নয়। খাবারের অভাবে শুকনো কাঠির মতো দেখাচ্ছিল ভেড়া তিনটিকে। অথচ অবাক করার বিষয় হলো, এই হাড় ঝিরঝিরে ভেড়া তিনটিকেই কিনা লোকটি বলে নাদুসনুদুস, তরতাজা। (চলবে)