Naya Diganta

প্রশ্নোত্তর

প্রশ্ন : ইসলামী ব্যাংকে আমার কিছু টাকা ফিক্সড আছে। প্রতি বছর রমজান মাসে ও ঈদুল আজহায় আমি এই টাকার ওপর ভাগ করে জাকাত দিই; কিন্তু এক মাস আগে আমি কিছু টাকা তুলেছি। প্রশ্ন হচ্ছে আমাকে কি এখন আগের টাকাসহ সব টাকার ওপর জাকাত দিতে হবে?

উত্তর : বর্তমানে যে টাকা আছে শুধু সেই টাকার জাকাত দিতে হবে। যে টাকা এক মাস আগে তুলেছেন সে টাকার জাকাত দিতে হবে না।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট